• জনপদ

    কামারগাঁ ইউপিতে রাস্তার উন্নয়নকাজ উদ্বোধন

      প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২২ , ২:৪৮:০০ প্রিন্ট সংস্করণ

    এস আর,সোহেল রানা,তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ভবানীপুর গ্রামে কাঁচা মাটির রাস্তার উন্নয়নে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। জানা গেছে, স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দের (কাবিখা) অর্থায়নে এই প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে।এদিকে ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার স্থানীয় সাংসদের পক্ষে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রকল্প কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ মিঞা, ইউপি সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক, তোফায়েল আহম্মেদ ও লুৎফর রহমান প্রমুখ।অপরদিকে দীর্ঘদিন পর এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ শুরু হওয়ায় গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়েছে। তারা মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ