• আমার দেশ

    কাঠ দিয়ে দুই ভাইয়ের জিপ গাড়ি তৈরি, চলবে সৌরবিদ্যুতে!

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২২ , ৫:১২:০৮ প্রিন্ট সংস্করণ

    পরিবেশবান্ধব সেই সাথে সৌরবিদ্যুতে চালিত চার চাকার কাঠের তৈরি জিপ গাড়ি। রয়েছে বিদ্যুৎ দ্বারা চার্জের ব্যবস্থাও। ঘণ্টায় গতি ৪০ থেকে ৪৫ কিলোমিটার। পরিবেশবান্ধব কাঠের এ গাড়িটি তৈরি করেছেন দুই ভাই মিলে। এই চমকপ্রদ গাড়িটি দেখতে বিভিন্ন স্থান থেকে আসছে মানুষ।

    গাড়িটি সৌরবিদ্যুতে চলবে। রয়েছে বিদ্যুৎ দিয়ে চার্জের ব্যবস্থাও। একবার চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এটি। যার ঘণ্টায় গতি ৪০ থেকে ৪৫ কিলোমিটার। যানটিতে আসন রয়েছে চারটি। এটি তৈরিতে প্রায় দেড় লাখ টাকা লেগেছে। সময় লেগেছে দুই থেকে তিন মাস।

    কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার হাঁপানিয়া গ্রামের তরুণ উদ্ভাবক এনামুল হক বুলবুল তাঁর ছোট ভাই ইমরানুল হককে নিয়ে দীর্ঘ তিন মাস ধরে বিরতিহীনভাবে কাজ করে সৌরবিদ্যুৎচালিত গাড়িটি তৈরি করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ