• রংপুর বিভাগ

    কল করলেই পাবেন মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের সেবা

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২২ , ২:০৫:৫৪ প্রিন্ট সংস্করণ

    কল করলেই পাবেন মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের সেবা।দেশে প্রথমবারের মতো মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু করেছে সরকার“শেখ হাসিনার উপহার, প্রাণীর পাশেই ডাক্তার” এই স্লোগান’কে ধারন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রান্তিক খামারিদের দোরগোড়ায় আধুনিক ও জরুরি প্রাণিচিকিৎসা সেবা পৌঁছে দেবার উদ্দেশ্যে দেশে প্রথমবারের মতো মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু করেছে।

    প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মোট ৩৬০টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক সরবরাহের ব্যবস্থা নেয়া হয়। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক প্রদান করা হয়েছে ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ