• খুলনা বিভাগ

    কলারোয়ায় ৬ পিস সোনার বারসহ এক ব্যক্তি আটক

      প্রতিনিধি ২৪ জুন ২০২২ , ৪:৫২:৫৮ প্রিন্ট সংস্করণ

    কলারোয়ার কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে ৬টি সোনার বারসহ কামরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে সোনা জব্দ ও অপরাধীকে আটকের ঘটনা ঘটে। আটক কামরুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে।

    সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে। খবর পেয়ে ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি টহলদল কেঁড়াগাছির মজুমদার খাল নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

    এসময় কামরুজ্জামানের ব্যবহৃত বাই-সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৬টি সোনার বার জব্দ করা হয় এবং চোরাকারবারের অভিযোগে আটক করা হয় কামরুজ্জামানকে।
    জব্দকৃত সোনার ওজন ১শ’ ১৪ গ্রাম। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। সোনার বারগুলো সরকারি ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আসামি কামরুজ্জামানকে কলারোয়া থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি’র অধিনায়ক।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ