• Uncategorized

    করোনায় মৃত্যুর ঘরে ১৯ লাখ-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২১ , ১০:২৩:১৫ প্রিন্ট সংস্করণ

    মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখনো পর্যন্ত মারা গেছেন প্রায় ১৯ লাখ মানুষ। আর এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯ কোটি ছুঁই ছুঁই।

    আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বাংলাদেশ সময় আজ ৮ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বজুড়ে ১৯ লাখ ৬ হাজার ৬৯৩ জন লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

    আর এখনো পর্যন্ত এ ভাইরাস সংক্রমিত হয়েছে ৮ কোটি ৮৪ লাখ ৯৯ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ কোটি ৩৬ হাজার জনের বেশি মানুষ। আর বিগত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন প্রায় ১৪ হাজার ৬৭০ জন।

    করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত ইতোমধ্যে ছাড়িয়েছে দুই কোটি ২১ লাখ। আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছন ৩ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।

    মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা পৌঁছে গেছে ৮০ লাখের কাছাকাছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ