• শিক্ষা

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামান

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ৪:১২:৪৯ প্রিন্ট সংস্করণ

    প্রথমবারের মতো করোনা পজিটিভ হয়েছেন তিনি। ঢাবি উপাচার্য বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
    মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাবি উপাচার্য নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ৩ সেপ্টেম্বর করোনা নমুনা জমা দেন তিনি।

    তিনি জানান, আমার বঙ্গভবনে যাওয়ার কথা ছিল, সেজন্য ৩ সেপ্টেম্বর করোনা পরীক্ষার স্যাম্পল দেওয়া হয়। পরে ডাক্তার জানালেন আমি কোভিড-১৯ পজিটিভ। স্বাস্থ্যবিধি মেনে চার দিনের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় অবস্থান করছি।

    তিনি আরও বলেন, চার দিন পর করোনার উপসর্গ না থাকলে আবারও স্বাভাবিক কার্যক্রম এবং অফিসে ফিরতে পারব। জানা গেছে, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার দুই ডোজসহ বুস্টার ডোজ নিয়েছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ