• সাহিত্যে

    “কবিতা” শাহনেওয়াজ শাহ্

      প্রতিনিধি ৯ মার্চ ২০২২ , ৫:৩২:২৭ প্রিন্ট সংস্করণ

    কবিতা
    শাহনেওয়াজ শাহ্

    কবিতা কবির হৃদয়ের স্পন্দন
    কবিতা কবির প্রেম।
    কবিতাকে ঘিরে কবির কলম
    সারাক্ষণ ছুটে চলে।

    কবিতা কবিকে ভাবতে শিখায়
    কবিতা লিখে কবি নির্ঘোমে রাত কাটায়।
    কবিতা কবির চিন্তার বহিঃপ্রকাশ
    কবিতায় কবির আবেগ-অনুভূতি প্রকাশ পায়।

    কবিতার মাধ্যমে কবি জাগরণ ঘটায়
    কবিতায় সমাজের অবস্থা প্রকাশ পায়।
    দেশ ও জাতির কথা চিন্তা করে
    কবি তার কবিতায় মেধা ক্ষয় করে।

    কবিতার মাধ্যমে কবি বিপ্লব ঘটায়
    মানুষের বিবেকের পরিস্ফুটন ঘটায়।
    কবির কবিতা চর্চা করে
    পাঠকের মেধার বিকাশ ঘটে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ