• Uncategorized

    কখন ভোর হবে-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৪:৫৪:৩২ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ- কখন ভোর হবে
    লেখকঃ শিহাব আহম্মেদ

    জানো এখন খামোখাই মেঘ করে…
    জানিনা এ কীসের বিপদ সংকেত?
    তবে মিছে বলবো না বলছি তোমাকে
    ওদিকে যে নিরবতা বিষন্নতা ছাড়িয়ে!

    অনুভূতির দিকহীন দিগন্তে কষ্ট জুড়ে
    আছে নিশ্চুপ পায়ে দাঁড়িয়ে ইরানীরা।
    অসীমতার দৃষ্টিতে পশ্চিমা পান্ড ট্টাম্প
    কী যেনো কী  ইসরায়েল প্রীতির টান!

    আধাঁরে ঘনঘটা মাঝে মাঝেই উঁকি দেয়.
    বিশ্ব মুসলিম ভয় পাওয়ার জাত নয় গো.
    ওরা মৃত্যুকে পরোওয়ানা করেনি কখনো
    তবে মিছে বলছিনা শোন ওরা জাগলে।

    বিশ্বের বিধর্মীরা পালাবে কোথায় বলবি?
    ওদিকে যে আলো-আঁধারের ছায়াখেলায়
    ইসরাইল-আমেরিকা নিত্য যে রঙ বদলায়!
    অসহ্য রাত্রি আসে-যায় জাগবে কখন তাই
    খবর নেই বিশ্ব মুসলিম তোরা কোথায় ভাই?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ