• সাহিত্যে

    “এ কেমন স্বাধীনতা” কলমে-ছাব্বির খাঁন

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১ , ১২:১৩:৩৩ প্রিন্ট সংস্করণ

    কবিতা: এ কেমন স্বাধীনতা
    কলমে-ছাব্বির খাঁন

    স্বাধীনতা স্বাধীনতা কোথায় তুমি?
    তোমাকে খুঁজছি আজ খুব করে আমি।
    কোথায় আমার স্বাধীনতা?
    তুমি কি এসেছিলে কাপুরুষ হয়ে?
    না না, স্বাধীনতা তুমি’ত এসেছিলে
    ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে।
    তোমার জন্য ঝরে গেছে
    কত বুদ্ধিজীবীর প্রাণ।
    তোমার জন্য হারিয়ে গেছে
    হাজারো মা বোনের আত্ম সম্মান ।

    তুমি কি স্বাধীনতা? না না
    তুমি স্বাধীনতা হতে পারো না।
    তোমার আগমনে –
    নিরাপদ নয় অবুঝ শিশুও।
    কি দোষ ছিল বিশ্বজিতের
    অকালে ঝরে গেল একটিপ্রাণ?

    নিরাপদ নয় শিক্ষা প্রতিষ্ঠানও
    চলে যায় নুসরাত,
    আবরার ফাহাদের প্রাণ।
    ব্যাংক ব্যালেন্সে টাকার
    পাহাড় করছে তারা বেশ,
    চারদিকে হলি খেলা রক্ত নিয়ে জমে।

    স্বাধীনতা স্বাধীনতা-
    তুমি কেমন স্বাধীনতা?
    তোমার নাম করে লুটে খায় গরীবের সম্পদ।
    স্বাধীনতা এ কেমন স্বাধীনতা
    ফিরে দে আমার ন্যার্য অধিকার।
    তোদের শাসন মানি না আমি,
    ফিরে পেতে চাই বায়াত্তরের সংবিধান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ