• Uncategorized

    এবার অন্তত লোক দেখানো যাকাত দেওয়া বন্ধ করুন

      প্রতিনিধি ৬ মার্চ ২০২৩ , ৭:১৫:০৫ প্রিন্ট সংস্করণ

    আব্দুল হামিদ শেখ লোহাগড়া নড়াইল প্রতিনিধিঃ

    যাকাতের উদ্দেশ্য আমরা প্রতি বছর লক্ষ্য লক্ষ্য টাকা হাজারাও মানুষের মাঝে দান করি।
    এবার আসুন হিসাবে বসি
    আপনি ১ লক্ষ্য টাকা যাকাত দিবেন বলে ভাবছেন আর সেই ১ লক্ষ্য টাকা দেওয়ার জন্য ৩০০ মানুষকে জড় করছেন।
    ১০০০০০÷৩০০=৩৩৩.৩ টাকা
    তাহলে প্রতি টা মানুষের জন্য বরাদ্দ ৩৩৩.৩ টাকা তাহলে কি হলো এই ১ লক্ষ্য টাকা দান করে যে টাকায় অসহায় মানুষ গুলি একবারও ভালো ভাবে গরুর গোস্তো দিয়ে ভাত খেতে পারবেনা ।
    যে দেশে কিনা ১ কেজি গরুর গোস্তের দাম ৭৫০ টাকা সেই দেশের মানুষদের ৩৩৩.৩ টাকা দান করার অর্থই হচ্ছে লোক দেখানো দান।

    যায় হোক•••
    আপনি ১ লক্ষ্য টাকা ৩০০ জনকে দান না করে মাত্র ১০ জনকে করুন , তার মাঝেই আপনি প্রকৃত সুখ খুজে পাবেন।
    প্রশ্নঃ কি ভাবে?
    উত্তরঃ আপনি ১ লক্ষ্য টাকা ৩০০ জনকে দান করলে প্রতি জন পাবে ৩৩৩.৩ টাকা যা দিয়ে কোনো কিছুই করা সম্ভব না এই দেশে ।

    আর এই ১ লক্ষ্য টাকা যদি আপনি ৩০০ জনকে দান না করে ১০ জনকে করেন , আর তাদের কে বলেন ভাই আমার এতো টুকুই সামর্থ্য ছিলো, তাই দিলাম এই সামান্য টাকা দিয়ে ছোট খাটো ব্যাবসা বানিজ্য করে নিজের জীবন ধারা পরিবর্তন করেন।
    ওই যে আপনি সামান্য ১০০০০ টাকা দিয়ে ওই লোক গুলোকে সুন্দর একটা উপদেশ দিলেন তাদের কাছে ওই ১০০০০ টাকা কোটি টাকার সমান, আর যে উপদেশ টা দিলেন সেটা হলো তাদের হারিয়ে যাওয়া ইচ্ছা শক্তি, হারিয়ে ফেলে আত্মবিশ্বাস।

     

    টাকা দেওয়ার•••
    ৬ মাস পরে
    যেই দেখবেন সেই অসহায় মানুষ গুলি আজ ছোট খাটো ব্যবস্যা করে নিজের ভাগ্য পালটে নিয়েছে, সংসারের দায়িত্বগুলো ভালো ভাবে পালন করছে।
    সেই সময় আপনি উপলব্ধি করতে পারবেন আপনি কত গুলো অসহায় মানুষকে তাদের পরিবার কে আজ সেই ১০০০০ টাকা দিয়ে ভালো রেখেছেন।
    আর এগুলো দেখতে দেখতে আপনি উপলব্ধি করতে পারবেন জীবনের প্রকৃত সুখ।।।

     

    আপনারা যারা দান করেন তারা প্লিজ আর লোক দেখানো দান কইরেন না, আল্লাহ তায়ালা কে সুখি করার দান করেন, যে দানের দ্বারা কমবে আমার দেশের ভিক্ষুক, দারিদ্র্যতা, বেকারত্ব।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ