• Uncategorized

    একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি সুতাং থিয়েটারের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৫২:১৭ প্রিন্ট সংস্করণ

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুতাং থিয়েটারের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শাহজীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সকল সদস্যবৃন্দ।

    একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শাহজীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সুতাং থিয়েটারের সকল সদস্যরা

    এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।

    পরে সুতাং থিয়েটারের সভাপতি গোলাম কিবরিয়া রায়হান, সাধারণ সম্পাদক, উজ্জ্বল মিয়া, সকল সদস্যদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন,সুতাং থিয়েটারের উপদেষ্টা নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, সৈয়দ রাসেল, সাংবাদিক সৈয়দ শাহান শাহ্ পীর, আমিরুল ইসলাম চৌধুরী তুহিন,মোসাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক, মমিতুল ইসলাম মিতুন,শেখ সোহানুর রহমান,সহ প্রচার সম্পাদক, মাহবুবুর রহমান রিমন, সদস্য ওয়াশিম মিয়া,আশিকুর রহমান, কামরুল ইসলাম, সেফাজ মিয়া,সৈয়দ বকুল, রাজু, বিপ্লব, রণি, সন্তোষসহ প্রমুখ

    ভাষা আন্দোলন দমন করতে ১৯৫২ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেন। সেই মিছিলে গুলি চলে। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাঁদের স্মরণেই দেশবাসী এই শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় মিনারের বেদি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ