• Uncategorized

    উল্লাপাড়ায় সরিষার বাম্পার ফলন

      প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২২ , ১০:০৮:২৮ প্রিন্ট সংস্করণ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলংগা নাইমুড়ী কৃষকেরা এখন বছরের দ্বিতীয় প্রধান আবাদের সরিষা ফসল মাঠ থেকে তুলছেন। সরিষা ফসলের ফলন ভালো হারে মিলছে। হাটগুলোয় নতুন সরিষা কেনাবেচায় উঠছে। উল্লাপাড়া উপজেলা অঞ্চলের কৃষকদের কাছে সরিষা ফসল বছরের দ্বিতীয় প্রধান আবাদ হয়েছে। কৃষি অফিস থেকে জানানো হয় এবারের মৌসুমে সরিষা ফসল আবাদের সরকারি লক্ষ্যমাত্রা ধরা ছিল ১৯ হাজার ৮০ হেক্টর। সে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানা গেছে। উল্লাপাড়ার কৃষকেরা মাঘি ও সেতি দু’জাতের সরিষা ফসল আবাদ করে থাকেন। বিভিন্ন মাঠে কৃষকেরা বেশি হারে ফলন মেলে এমন উন্নত জাতের মাঘি ও সেতি জাতের সরিষা ফসল কৃষকেরা আবাদ করেছেন।উল্লপাড়া উপজেলার সলংগা ইউনিয়ন নাইমুড়ী এলাকার সব মাঠেই সরিষা ফসল আবাদ ফি বছরের মতো এবারেও করা হয়েছে।

    এছাড়া অন্য ইউনিয়নগুলোয় কমবেশি পরিমাণ জমিতে সরিষা ফসলের আবাদ করা হয়েছে। গত সপ্তাহ খানেক হলো উপজেলার বিভিন্ন এলাকার মাঠ থেকে সরিষা ফসল তোলা শুরু হয়েছে। কৃষকেরা মাঠ থেকে সরিষা ফসল তুলে তাদের উঠোন আঙিনায় আনছেন। বিভিন্ন এলাকার কৃষকেরা জানান বিঘা প্রতি পাচ থেকে সাড়ে পাচ মণ হারে তারা সরিষার ফলন পাচ্ছেন। নাগরৌহা মাঠে কৃষক আ. হান্নান, লথিফ তালুকদার, হাজি মোঃ সুলতান মাহমুদ আরো ক’জন কৃষক জমি থেকে সরিষা ফসল তুলছেন। তারা প্রতিবেদককে বলেন গত দিন তিনেক হলো তারা সরিষা তুলে বাড়ির আঙিনায় নিচ্ছেন। সরিষা তুলে সেসব জমিতে বোরো ধান চারা লাগাবেন। এদিকে এলাকার হাটগুলোয় কৃষকেরা বেচতে নতুন সরিষা তুলছেন। প্রতি মণ সরিষা আড়াই হাজার থেকে ২৬শ টাকা দরে কেনাবেচা হচ্ছে। একাধিক ব্যবসায়ী জানান, হাটগুলোয় আর দিন কয়েক পর থেকেই নতুন সরিষা কেনাবেচায় পুরোদমে উঠবে। উপজেলা কৃষি বিভাগের বেশ ক’জন উপ সহকারী কৃষি কর্মকর্তা বলেন, এবারে আবহাওয়া ভালো ছিলো। অনেক মাঠেই কৃষকেরা সরিষা ফসলের আশার চেয়ে বেশি হারে ফলন পাচ্ছেন

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ