• Uncategorized

    উখিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন।

      প্রতিনিধি ৩১ মে ২০২১ , ২:১০:৩৪ প্রিন্ট সংস্করণ

     

    কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি খেলার মাঠে রবিবার ৩০ মে বিকেল ৪ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল রবিবার ৩০/০৫/২০২১, পালংখালী ইউনিয়ন একাদশ বনাম রাজাপালং ইউনিয়ন একাদশ ফাইনাল খেলা অনুষ্টিত হয়,
    এতে টাইব্রেকারে রাজাপালং ইউনিয়নকে হারিয়ে পালংখালী চ্যাম্পিয়ন হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান জনাব, অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গফুর উদ্দিন চৌধুরী ও দলনেতার হাতে,

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মেদ সনজুর মোরশেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব জনাব ইঞ্জিয়ার হেলাল উদ্দিন, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ সালা উদ্দিন সহ ঠিম ম্যানেজারের হাতে রানার্স কাপ ট্রপি তুলে দেন।

    এর পূর্বে বিশেষ অতিথি চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এ করোনা কালীন জাতীয় দুর্যোগ পরিস্থিতিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতার নামে জাতীয় ফুটবল টুর্নামেন্টের ঘোষনা করে এবং জনসমাগম নিয়ন্ত্রণ করে এ খেলা সু-শৃংখল ভাবে উপহার দেওয়ায় উপজেলা প্রশাসনসহ খেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন, আরো বলেন স্কুল কলেজ বন্ধ থাকায় আমাদের সমাজের কিশোর শ্রেনির ছেলেরা একটু বিপাকে পড়তেছে, তাই খেলাধুলার মধ্যে থেকে সময়টির সাথে তালমিলিয়ে চলতে হবে, যাতে কোন মাদক, কিশোর গ্যাং এর সাথে কোন প্রকার জড়িত আছি কিনা? সেই ভাবনাটা আমাদের সমাজের সকল কিশোরদের মধ্যে থাকা দরকার।

    এ ফুটবল টুর্ণামেন্ট খেলায় সর্বপ্রচেষ্টায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন শাহীন, ইউপি মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, মেম্বার মোঃ সালাহ উদ্দিন, অধ্যাপক শাহ আলম, হাসান জামাল, সিরাজ ইকবাল বাহার প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ