• Uncategorized

    ঈদে ঘরে ফিরছে মানুষ সড়ক পথের পাশাপাশি রেল পথেও যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ২:২৪:৩০ প্রিন্ট সংস্করণ

    রফিকুল ইসলাম (রফিক)-বকশীগঞ্জ প্রতিনিধিঃ

    পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে দেশের সকল বাস-স্টেশন ও রেলস্টেশন গুলোতে লোকসমাগম বাড়তে দেখা যাচ্ছে।সড়ক পরিবহন এর পাশাপাশি রেল পরিবহনেও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে নেয়া হয়েছে  বাড়তি সচেতনতা।

    ঠিক রাখা হচ্ছে নিরাপদ দুরত্ব্য ও মাস্কের ব্যাবহার। গতকাল ঢাকা হতে দেওয়ানগঞ্জ আসা সকল ট্রেনেই দেখতে পাওয়া যায় সঠিক  জনসচেতনতা।ঈদের সময় ব্যাপক যাত্রী সমাগম হওয়ায়, অধিক মুনাফা লাভের আশায় কিছু সংখ্যক বাস মালিক আদায় করতে পারে  দ্বিগুন ভাড়া।

    যাত্রীদের স্বার্থের কথা চিন্তা করে আজকের বসুন্ধরা পত্রিকার সকল সাংবাদিক দেশের সকল বাস স্টেন্ড গুলোতে  বাড়িয়েছে নজরদারি  পত্রিকা সম্পাদক,  কোথাও কোন অভিযোগ পাওয়া গেলে তৎক্ষনাত পার্শ্ববতী আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার পাশাপাশি পত্রিকায় ছাপানোর নির্দেশ দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ