• খুলনা বিভাগ

    আহত হনুমান কে উদ্ধার করলো বিবিসিএফ কুষ্টিয়া টিম

      প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২২ , ৩:০১:৪৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ জহুরুল ইসলাম-কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ার কুমারখালীর জয়নাবাদ বাসিন্দা পাড়া এলাকায় আহত একটি হনুমান উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিম।শনিবার (22 জানুয়ারি) সন্ধার পরে কুমারখালী উপজেলার জয়নাবাদ বাসিন্দা পাড়া এলাকায় লিটনের বাড়ি থেকে আহত হনুমামটিকে উদ্ধার করা হয়। বিবিসিএফ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত বাড়োটার সময় লাহিনীপাড়া মীর মোশারফ মোড় সংলগ্ন কারেন্টের টাওয়ারের উঠতে গিয়ে দুইটি হনুমান আহত হয় এর মধ্যে একটি হনুমান ঘটনাস্থলেই মারা যায় বলে জানায় এলাকাবাসী | বাকি আহত দুইটি হনুমানের মধ্যে একটি শুক্রবার সকালে জয়নাবাদ বাসিন্দা পাড়ায় লিটনের বাড়ির উঠানে এসে অবস্থান নেয় | পরে স্থানীয়রা ও কয়েকটি শিশু মিলে আহত হনুমান কে সেবা দেয় |পরবর্তীতে শনিবার জয়নাবাদ বাসিন্দা পাড়া এলাকার জনগন মোবাইল ফোনের মাধ্যমে বিবিসিএফকে খবর দিলে শনিবার সন্ধার পরে
    বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া জেলার সভাপতি দি ফক্স ম্যান শাহাবউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক পাখি গবেষক এস আই সোহেল ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ ও বন কর্মকর্তা মো: আব্দুল হামিদ ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমাটিকে উদ্ধার করেন | এসময় লিটনের প্রতিবেশী আলা বলেন, গতকাল সকাল সাড়ে ছয় টার দিকে আমার বাড়ির পিছনের আঙিনায় একটা অসুস্থ হুনুমান দোখতে পায়ে আহত হনুমনটিকে আমরা এলাকাবাসী কলা,রুটি ,ঔষধ খাওয়াই | আমরা ওকে উদ্ধার করে সেবা দিয়ে যাচ্ছি | আমাদের এলাকার সন্তান শিশু সাইম হোসেন,মিঠুন,সজল গত দুই দিন ধরে আহত হনুমানটিকে সেবা দিয়েছে | পরে শনিবার দুপুরে বিবিসিএফ কুষ্টিয়া টিমকে খবর দিলে তারা সন্ধার পরে এসে আহত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যায়| এসময় বিবিসিএফ কুষ্টিয়ার টিম লিডার শাহাবউদ্দিন মিলন বলেন, বিকাল চারটার সময় সাংবাদিক এসএম জামাল এর কাছ থেকে জানতে পারি কুমারখালী উপজেলার জয়নাবাদ বাসিন্দা পাড়া এলাকায় একটি হনুমান আহত অবস্থায় পড়ে আছে এমন খবর জানতে পেরে সাথে সাথে আমাদের বিবিসিএফ এর টিম ও কুষ্টিয়া বন বিভাগের সদস্যরা সেখানে হাজির হয় এবং আহত অবস্থায় হনুমান টাকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।এ সময় বিবিসিএফ কুষ্টিয়া টিমের সদস্য জয়নুল আবেদিন মুরাদ, বন বিভাগ কুষ্টিয়ার মো: জুয়েল আহম্মেদ, মো: আক্তারুজ্জামান, মো:হাসান আল মামুন উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ