• চট্টগ্রাম বিভাগ

    আল মানার ইসলামিক স্কুল এন্ড মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

      প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৩ , ৭:২০:৪৩ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি:

    কুমিল্লার দেবীদ্বারে আল মানার ইসলামিক স্কুল এন্ড মাদরাসার প্রাথমিক স্তরের শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই ও বার্ষিক ফলাফলের পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদরাসার নিজস্ব ক্যাম্পাসে পাঠ্যবই ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির উদ্দিন। মাও. মো. আবদুল হামিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুশাগাজী বাড়ি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. হাবিবুর রহমান, দেবীদ্বার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন রবিন, কুশাগাজী বাড়ি মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি মো. সুমন ডিলার, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, অর্থ সম্পাদক মো. ইব্রাহীম খলিল, সদস্য মো. সাইফুল ইসলাম প্রমুখ। আল মানার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ক্বারী মনিরুজ্জামান পাহাড়পুরী সভাপতিত্বে বক্তারা বলেন, দেবীদ্বারে পুরাতন বাজারে আল মানার ইসলামিক স্কুল এন্ড মাদরাসা প্রতিষ্ঠার শুরু থেকে ইসলামিক শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছে। কোমলমতি শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও আধুনিক শিক্ষায় এ মাদরাসাটি অনন্য নজির স্থাপন করেছে। আমরা আশা করব, এর ধারাবাহিকতা রক্ষা করে এ মাদরাসাটি অনেক দূর এগিয়ে যাবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ