• Uncategorized

    আলো ফাউন্ডেশন এর পক্ষ থেকে গর্ভবতী মায়ের জন্য পুষ্টিকর খাদ্য বিতরণ।

      প্রতিনিধি ১২ মে ২০২১ , ৫:০৩:০২ প্রিন্ট সংস্করণ

    সাকিব উদ্দিন-রংপুর প্রতিনিধি:

    বর্তমান পরিস্থিতিতে খেটে খাওয়া দিনমজুর মানুষ গুলোর জীবন-যাপন বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, একদিকে কর্মস্থল গুলোতে করোনাকালীন বিভিন্ন বিধি নিষেধ আর চলতি মাসজুড়ে পবিত্র রমজান এর বাড়তি খরচ স্বল্পআয়ের মানুষের কাছে অর্থ সংকট দেখা দিয়েছে,এমন অবস্থায় পরিবারের প্রয়োজনীয় চাহিদার পাশাপাশি গর্ভবতী মায়ের জন্য পরিমাণমতো পুষ্টিকর খাদ্য সংগ্রহ করতে পারছে না অনেক হতদরিদ্র দিনমজুর কৃষক-শ্রমিক কিংবা গণপরিবহনের চাকা না ঘুরলে যাদের আয় হয় না।

    এই অসহায় মানুষ গুলোর দিকে তাকিয়ে গতবছর ১৮জুলাই আলো ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম গোলাপ এর উদ্যোগে রসিক এর ১৫নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত হতদরিদ্র গর্ভবতী মায়েদের জন্য মাস ভিত্তিক পুষ্টি খাদ্য বিতরণ করেন।তারই ধারাবাহিতায় ১২মে বুধবার নিজেই ব্যক্তিগত মোটরসাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে রসিকের ১৫নং ওয়ার্ডের আক্কেলপুর,হরিরামপুর,ডাঙ্গিরপাড় ও ঘাগটপাড়া এলাকার ১০জন গর্ভবতী মায়ের কাছে ডিম পৌঁছে আলো ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম গোলাপ।

    এ সময় ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে হরিরামপুর এলাকার বুলবুলি বেগম উৎসাহ কন্ঠে বলেন..আমাদের মত হতদরিদ্র পরিবার গুলোর গর্ভবতী মায়ের জন্য প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করা সম্ভব হয়না,তবে আমাদের রোজগারের পাশাপাশি গোলাপ ভাইয়ের দেওয়া প্রতিদিনের ডিম খেয়ে অনেকটাই পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে,আমরা মনে করি এটি তার খুব ভালো উদ্যোগ,গোলাপ ভাইয়ের মতো আরো বিত্তবান বা সরকার এগিয়ে আসলে অবশ্যই গর্ভবতী মারা ভালো থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ