• Uncategorized

    আলোহীন আলেয়ার পথচলা-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৯:১০:০০ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ- আলোহীন আলেয়ার পথচলা…
    লেখকঃ শিহাব আহম্মেদ

    একই নক্ষত্রের নিচে তোমার আমার বসবাস….
    তবুও কেউ কাউকে খুঁজিনা কখনো কোনোদিন…
    একই আলোক রশ্মি পৃথিবীর উপর আছড়ে পড়ে
    পুরোনো পথের পদচিহ্ন ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়!

    নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় নিয়মের বেধিতে
    সব কিছুরই শুরু আছে আাবার শেষ তো হয়ে যায়!
    প্রতারণার ফাঁদে সম্পর্কের যে ভীত তারও ধ্বংস হয়,
    নির্মমতার পেড়েক শেষে যার যার গলার ফাঁসি হয়!

    তোমার আমার পৃথিবী আজ অনন্তকালের মরুভূমি
    আজ দু’জনার দুটো পথ দূর অস্তিত্বহীনে গেছে বেকে,
    জীবন চলছে ঠিকই জীবনের কঠিন বাস্তবতা মেনে..
    কারো পথচলা থেমে থাকেনা তো কখনো কেউ বিনে!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ