• চট্টগ্রাম বিভাগ

    আর্তমানবতার সেবায় চরমোনাই মাহফিল হাসপাতাল।

      প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২২ , ১:৪০:৪৮ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে দীর্ঘদিন যাবৎ চরমোনাই মাহফিল হাসপাতালটি পরিচালিত হয়ে আসছে। এখানে সর্বমোট ১০০ শয্যা রয়েছে। রয়েছে ৭ টি ইউনিট। জরুরী বিভাগ, সার্জারি বিভাগ ,মেডিসিন বিভাগ, ডায়রিয়া বিভাগ ,বহির্বিভাগ, ফ্রী রোগী পরিবহন বিভাগ, এবং মৃত ব্যক্তি পরিবহন বিভাগ। মাহফিল হাসপাতালের সকল কাজের এন্তেজামের জন্য দুই শতাধিক জনবলের প্রয়োজন হয়।
    মাহফিল হাসপাতাল পরিচালনার জন্য রয়েছেন ১০ জন সিনিয়র ডাক্তার, ১০ জন এমবিবিএস ডাক্তার প্যারামেডিকেল /ডিপ্লোমা চিকিত্সক রয়েছে ২০জন, ব্রাদার রয়েছে ২০জন, রাইটার রয়েছে ২০জন এবং শতাধিক স্বেচ্ছাসেবক রয়েছেন।
    মাহফিল চলাকালীন প্রায় দুই হাজারের অধিক রোগীর সেবা দিয়ে থাকে এই মাহফিল হাসপাতালটি।হাসপাতালকে পরিচালনার দায়িত্বে রয়েছেন চরমোনাই জামিয়া স্বনামধন্য ওস্তাদ অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী সাহেব হাফিজাহুল্লাহ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ