• Uncategorized

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সবাইকে সচেতন হতে ও লকডাউনের সকল বিধিনিষেধ মেনে চলতে আহবান

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২১ , ১০:৫২:৪৫ প্রিন্ট সংস্করণ

    প্রিয় আমতলী উপজেলার অধিবাসী আসসালামু আলাইকুম, আগামী ৫ এপ্রিল হতে ১২ এপ্রিল সরকার বর্তমান করোনা পরিস্থিতি এর কারনে সারা দেশ ব্যাপী লক ডাউন ঘোষনা করেছেন। এমতাবস্থায়, নিম্ন বর্নিত নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হলোঃ ১. আবশ্যিক ভাবে সকল কে মাস্ক পরিধান করতে হবে,২. বিনা প্রয়োজনে কোন জমায়েত করা যাবে না, ৩. নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে এমন দোকান ছাড়া ( যেমন খাবার,ঔষধ, কাচাবাজার) সকল দোকান বন্ধ থাকবে, ৪. কাচা বাজার আমতলী সরকারি কলেজ মাঠ ও এ কে স্কুল মাঠে স্থানান্তর করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রব্য বিক্রি করতে হবে, ৫.সকল প্রকার অনুষ্ঠান, মাহফিল,ওরস, গনজমায়েত পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো, ৬. এরূপ পরিস্থিতিতে দ্রব্যমূল্যের উর্ধগতি যেন না হয় এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে, ৭.করোনা আক্রান্ত রোগী কে ভয় নয়, সহযোগীতা করুন, ৮. রাত ১০ টার পর বিনা কারনে রাস্তায় ঘোরাঘুরি করবেন না, মোটরসাইকেল শোডাউন করবেন না। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ