• Uncategorized

    আবারো মহামারী করণায় সুজানগরের সনাক্ত ৫ জন

      প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৭:১০:৫০ প্রিন্ট সংস্করণ

    সুজানগর উপজেলা প্রতিনিধি:

    প্রতিদিনের মত আজও সুজানগরে করো না ভাইরা যে শনাক্ত হয়েছে ৫ জন। সারা বিশ্ব যখন করোনাভাইরাস নিয়ে নানাভাবে নানান কৌশলে মোকাবেলার চেষ্টা করতেছেন সবাই যখন ব্যস্ত হয়ে যাচ্ছে তখন আমাদের বাংলাদেশ লকডাউন তুলে দিয়ে করো না ওয়েলকাম জানানো হচ্ছে বলে বিভিন্ন মহল নানান ভাবে মতামত দিচ্ছেন এরইমধ্যে সুজানগরে কয়েকদিন ধরেই চলল রেড জোন।

    তবে রেড জোন সুজনগর পৌর বাজারের মানুষের দেখা গিয়েছিল রাস্তায় বা বাজারে তেমন কোন আসা-যাওয়া ছিল না কিন্তু রেড জোন এর মেয়াদ শেষ হওয়ার পরে সুজানগরের উপজেলার মানুষের জীবন যাত্রার মান আবার সচল হয়েছে এতে করে আবারো করোনাভাইরাস হাতছানি দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ডেকে নিয়ে যাচ্ছে।

    সুজনগর বাজার সহ উপজেলা যতগুলা বাজার আছে কোন বাজারেই কোন স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে প্রতিদিনই বেড়েই চলেছে। আজ পাবনা জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা ১৭জন । এর মধ্যে সুজানগর উপজেলায় আক্রান্ত হয়েছেন

    ৫ জন।

    পাবনা সদরে ৮জন

    সাঁথিয়ায় ৩ জন

    আটঘরিয়া উপজেলায় ২ জন।

    সুজানগর যে ৫ জন আক্রান্ত হয়েছেন

    ১ ,, পৌরসভায় ১জন

    ২,,ভায়না ইউনিয়ন ৩ জন

    ৩,, তাতিবন্দ ইউনিয়নের ১ জন

    এই হলো মোট পাঁচজন আজ করো না রোগী শনাক্ত হয়েছেন এতে সুজানগর উপজেলায় সাধারণ মানুষ ভয় ভীতির মধ্যে জীবন যাপন করতে হচ্ছে বলে জানিয়েছে অত্র এলাকার সাধারণ জনগণ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ