• আন্তর্জাতিক

    আফগানিস্তানের এ পরিনতির জন্য আমেরিকা দায়ী: আশরাফ গণি

      প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২১ , ৮:৪৬:২৫ প্রিন্ট সংস্করণ

    অনলাইন ডেস্ক:

    আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণি।
    তিনি বলেন, কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে কথিত শান্তি চুক্তি করেছিল আমেরিকা, সেই সময়ই তার সরকারকে দূরে ঠেলে দেয় ওয়াশিংটন।খবর বিবিসির।

    বিবিসির এক অনুষ্ঠানে আশরাফ গণি বৃহস্পতিবার এই অভিযোগ করেন। তিনি বলেন, মার্কিনীদের আচরণে মনে হতো যেন তালেবান ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টি আমেরিকার ইস্যু ছিল, আফগানিস্তানের কোনো ইস্যু নয়।আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ওই চুক্তি হয়েছে। তালেবানের সঙ্গে বসার কোনো সুযোগই আমাদেরকে কখনো দেয়া হয়নি। প্রকৃতপক্ষে তারা আমাদেরকে একেবারে ভুলেই গিয়েছিল।

    ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন সরকার তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে যাতে আফগানিস্তান থেকে আমেরিকা ১২ হাজার সেনা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেয়। এর বিনিময়ে তালেবান যোদ্ধারা মার্কিন সেনাদের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছিল।আমেরিকায় সরকার পরিবর্তনের পর জো বাইডেন ক্ষমতায় এসে মে মাসের পরিবর্তে ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের কথা বলেন।
    অবশ্য ১৫ আগস্টের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান এবং আশরাফ গনি দেশ ছেড়ে চলে যান

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ