• মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

    আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসে রক্তের বন্ধনে বিক্রমপুর সংগঠনের উদ্যােগে আলোচনা ও মতবিনিময় সভা

      প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২১ , ১২:৫৬:৫৫ প্রিন্ট সংস্করণ

    এমএ কাইয়ুম মাইজভান্ডারি শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

    ৫ ডিসেম্বর মহান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে “”রক্তের বন্ধনে বিক্রমপুর”” সংগঠনের উদ্যােগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সকালে উপজেলার ফেমাস জেনারেল হাসপাতালের ৭ম তলায় RBB সংগঠনের আয়োজনে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    যারা রক্ত দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে তাদের জন্য ফুল দিয়ে শুভেচ্ছা ও পুরস্কৃত করেন সংগঠনটি।
    এছাড়া উপস্থিত অতিথিদের মাঝে পুরষ্কার ও সংবর্ধনা ক্রেস দেওয়া হয় এবং সংগঠনের যারা এক মাসের বিবেচনায় সবচেয়ে বেশি রক্ত যোদ্ধা বা রক্তদাতা জোগার করে রক্ত দেয়ার ব্যবস্থা করেছে তাদেরকে ক্রেস প্রদান করা হয়।

    রক্তের বন্ধন বিক্রমপুর সংগঠনের ১নং যুগ্ন আহবায়ক রিমি আক্তার সভাপতিত্বে ও সদস্য সচিব আর্ণব হাসান শুভ’র সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট শ্রীনগর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মেহেদী আহমেদ উজ্জল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ ফেরদৌস, এছাড়াও সংগঠনের নেতা-কর্মী ও সদস্য উপস্থিত হন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ