• চট্টগ্রাম বিভাগ

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর আলোচনা সভা

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২২ , ১২:২৩:০৯ প্রিন্ট সংস্করণ

    এইচ.এম.আল-আমিন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

    আজ একুশে ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল ৯ টা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার উদ্যোগে দক্ষিণ তেমুহনি জেলা কার্যালয় সভাপতি মুহাম্মদ মোফাচ্ছেল খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.আব্দুল আহাদ ভুঁয়া এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাম্মদ ইব্রাহিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আ হ ম নোমান সিরাজী।আলোচনা সভায় সভাপতি উদ্বোধনী বক্তব্যে বলেন,ইতিহাস বলে ভাষা আন্দোলন মুসলমানরাই করেছে সুতরাং ভাষা আন্দোলনের চেতনার নামে বামপন্থী নাস্তিকরা যে ফায়দা লুটতে চায় তা কখনোই ফলপ্রসূ হবে না।তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন,যারা ভাষা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিতে পারে তারা রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধেও জীবন দিতে দ্বিধাবোধ করবে না।রাষ্ট্রের যে কোনো স্বার্থ রক্ষার্থে ছাএ আন্দোলন সদাপ্রস্তুত।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ভাষা আন্দোলন আমাদের চেতনার বাতিঘর।আমরা বাঙালি,আমাদের মাতৃভাষা বাংলা।ভাষাকে কেন্দ্র করে বিশ্বের মানচিএে একটি জাতির অভ্যুদয় হয়েছে,সেই দেশটিও বাংলাদেশ।ভাষাকেন্দ্রিক জাতি গোষ্ঠীর উদ্ভব,বিকাশ ও অগ্রসরমানতার এ আকাশস্পর্শী অবাক অর্জন,এর মর্মমূলে রয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি।পেছনে রয়েছে এক রক্তমাখানো ইতিহাস,বেদনা ও বিসর্জনের বিষাদ নদী।তিনি আরো বলেন এই দেশ আমাদের এই দেশের মাটিও আমাদের,

    যারা দেশ এবং দেশের সার্বভৌমত্বকে বিলীন করার জন্য পেতে রয়েছে তাদের সমূলে ধ্বংস করার জন্য আমাদেরকে-ই ভাষা আন্দোলনের ন্যায় আবারও একটি ইসলামীবিপ্লব করতে হবে।আলোচনা সভার শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।আলোচনা সভা ও দোয়া মাহফিলের পরে এক বর্ণমালা র‍্যালী অনুষ্ঠিত হয়।বর্ণমালা র‍্যালী দক্ষিণ তেমুহনি হতে শুরু হয়ে সামাদ চত্বর প্রদর্শন করে উওর তেমুহনি গিয়ে শেষ হয়।

    আলোচনা সভা ও বর্ণমালা র‍্যালী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইসলামী ছাএ আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান জাবেরী,দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক এস.এম রেদওয়ান হোসাইন,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ ইউনুছ আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ