• খেলা

    আদিবাসী বোলার বোল্যান্ডের আগুনে পুড়ল ইংল্যান্ড

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২১ , ২:৫৮:২২ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ

    এক একটি উইকেট নিচ্ছিলেন আর উচ্ছ্বাস ছাপিয়ে স্কট বোল্যান্ডের চোখেমুখে ফুটে উঠছিল অবিশ্বাস! ৩২ বছর বয়সে ঘরের মাঠে টেস্ট অভিষেকে আগুনঝরা বোলিংয়ে তোলপাড় ফেলে দেবেন রেকর্ড বইয়ে, হয়তো কল্পনাও করেননি তিনি।

    বোল্যান্ডের আগুনে পুড়ে ইংল্যান্ড হলো ছাই! পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিই জিতে অস্ট্রেলিয়া নিশ্চিত করল অ্যাশেজের বিখ্যাত ছাইদানি থাকছে তাদের কাছেই। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের স্থায়িত্ব হলো মাত্র দুই দিন ও এক ঘণ্টা। প্রথম ইনিংসে মাত্র ২৬৭ রানের পুঁজি নিয়েও অভিষিক্ত আদিবাসী পেসার বোল্যান্ডের সৌজন্যে ইংল্যান্ডকে নিদারুণ লজ্জায় ফেলে অ্যাশেজের তৃতীয় টেস্ট ইনিংস ও ১৪ রানে জিতেছে অস্ট্রেলিয়া।

    মঙ্গলবার মেলবোর্ন টেস্টের তৃতীয়দিনে ইংল্যান্ড টেকে মাত্র ৮১ বল। আগেরদিন ৩১ রানে চার উইকেট হারানো ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস কাল গুটিয়ে যায় মাত্র ৬৮ রানে। অধিনায়ক জো রুট (২৮) ও বেন স্টোকস (১১) ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। তাদের শেষ পাঁচ উইকেট পড়ে ৩০ বলের ব্যবধানে।

    ১৯০৪ সালের মার্চ মাসের পর অস্ট্রেলিয়ায় এটাই ইংল্যান্ডের সর্বনিু স্কোর। অস্ট্রেলিয়ার ধ্বংসযজ্ঞের মূল নায়ক মেলবোর্নের ঘরের ছেলে বোল্যান্ড। মাত্র চার ওভার বল করেই সাত রানে ছয় উইকেট তুলে নেন ঘটনাচক্রে এই টেস্টে সুযোগ পাওয়া বোল্যান্ড। অভিষেক টেস্টে এক ইনিংসে এত কম রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি নেই আর কারো। সবমিলিয়ে মাত্র চার ওভার বল করে ছয় উইকেট নিতে পারেননি আর কেউ। ছয় উইকেটের প্রথম পাঁচটি তিনি নেন ১৯ বলের ব্যবধানে। তাতে টেস্ট ইতিহাসের দ্রুততম পাঁচ উইকেটের রেকর্ড ছুঁয়েছেন বোল্যান্ড। তার তোপের মুখে মাত্র আট রানে শেষ পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। আরেক পেসার মিচেল স্টার্ক ২৯ রানে নেন তিন উইকেট।

    মাত্র ১২ দিনের ক্রিকেটে দুই ম্যাচ হাতে রেখে সিরিজজয়ী অস্ট্রেলিয়া ৮২ রানের লিড নিয়ে ইনিংস ব্যবধানে জিতেছে মেলবোর্ন টেস্ট। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম রানের লিড নিয়ে ইনিংস ব্যবধানে জয় আছে আর মাত্র দুটি। অ্যাশেজ খুইয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি নয়টি টেস্ট হারের লজ্জার রেকর্ডে বাংলাদেশের পাশে নাম লিখিয়েছে ইংল্যান্ড। ২০০৩ সালে বাংলাদেশ হেরেছিল নয়টি টেস্ট। অস্ট্রেলিয়ার লক্ষ্য এখন সিরিজ ৫-০ করা। চতুর্থ টেস্ট সিডনিতে শুরু হবে ৪ জানুয়ারি।

    সংক্ষিপ্ত স্কোর:

    ইংল্যান্ড প্রথম ইনিংস ১৮৫। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৬৭। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ৬৮ (জো রুট ২৮, বেন স্টোকস ১১। মিচেল স্টার্ক ৩/২৯, স্কট বোল্যান্ড ৬/৭)। ফল : অস্ট্রেলিয়া ১৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : স্কট বোল্যান্ড (অস্ট্রেলিয়া)।সূত্রঃযুগান্তর।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ