• ময়মনসিংহ বিভাগ

    আদালতের নিষেধাজ্ঞায় সন্তোষ-জ্ঞাপক

      প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২২ , ৪:১৩:৩৭ প্রিন্ট সংস্করণ

    সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

    জামালপুরের সরিষাবাড়ীতে জবরদখল হয়ে যাওয়া ঈদগাহ মাঠের জমিতে আদালতের নিষেধাজ্ঞায় ঈদগাহ মাঠ সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী পুর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের জমি বেদখল করে আলহেরা ইসলামী একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মানের চেষ্টা চালায় সংশ্লিষ্টরা। এ নিয়ে শিমলাবাজার টাউন জামে মসজিদ ও শিমলাপল্লী পুর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে ওই বিরোধপূর্ণ জমিতে আলহেরা ইসলামী একাডেমিকে প্রতিষ্ঠান নির্মানের অনুমতি দেয় শিমলাবাজার টাউন জামে মসজিদ কমিটি।

    এ নিয়ে বিরোধ আরো চরম আকার ধারন করে। বিরোধ মেটাতে উভয়পক্ষ গত ১১ জানুয়ারী সন্ধ্যায় সরিষাবাড়ী হাফেজিয়া মাদ্রাসায় উভয়পক্ষ বৈঠকে বসেন। বৈঠক শুরুর আগে ঈদগাহ মাঠ কমিটির নেতা আব্দুল হামিদ মেম্বারসহ সুমন মিয়াকে কৌশলে ঈদগাহ মাঠে ডেকে নিয়ে মারধর করে হাফেজিয়া মাদ্রাসা কমিটির পক্ষের লোকজন। এতে বৈঠক ভেস্তে যায়। দুপক্ষের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। পরে ঈদগাহ মাঠে জমিদাতা আনদাল পারভেজ সিরাজী গত বুধবার মসজিদ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন।

    আদালত মামলাটি আমলে নিয়ে ওইদিনই ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করে। ফলে বেদখলকারিদের সব পরিকল্পনা ভেস্তে যায়। এ নিয়ে ঈদগাহ মাঠ সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে। তাদের মুখে ফুটেছে আনন্দের হাসি।এ ব্যাপারে শিমলাবাজার টাউন জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক শাহজাহানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।আলহেরা ইসলামী একাডেমির পরিচালক মাওলানা শহিদুল ইসলাম বলেন, শিমলাবাজার টাউন জামে মসজিদ কমিটি তাদরকে ওই জমি দিতে চেয়েছিল। সে হিসেবে ওই জমিতে মাটি ফেলার কাজে মসজিদ কমিটিকে সহযোগীতা করছিলেন তারা।

    শিমলাপল্লী পুর্বপাড়া কেন্দ্রিয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতির দায়িত্ব থাকা সাবেক পৌর কমিশনার ফজলুল হক খাঁন জানান, ঈদগাহ মাঠের নামে জমিদাতা আনদাল পারভেজ সিরাজী গত বুধবার আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নিষেধাজ্ঞায় ঈদগাহ মাঠ সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।এ ব্যাপারে মামলার বাদি আনদাল পারভেজ সিরাজী বলেন, আদালতে গত বুধবার একটি মামলা করা হয়। আদালত ওইদিনই নিষেধাজ্ঞা জারি করেছে।এ ব্যাপারে শিমলাবাজার টাউন জামে মসজিদ কমিটির সহসভাপতি চাঁন মিয়া সর্দার বলেন, আদালতের নিষেধাজ্ঞা জারির নোটিশ তারা পেয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ