• জনপদ

    আড়াই কোটি টাকার সেতু সংযোগ না থাকায় ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৪৮:৫৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন:

    সিরাজগঞ্জের চৌহালীতে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। সেতুটি চলাচলের অনুপযোগী হওয়ায় ব্যবসায়ীদের পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্থানীয় কৃষকদের পড়তে হচ্ছে মহাবিপাকে। এমনকি সংযোগ সড়ক না থাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন না তারা।

    ফলে বারংবার লোকসানের মধ্যে পড়তে হচ্ছে তাদের। শুষ্ক মৌসুমে সেতুর পাশ দিয়ে হেঁটে যাতায়াত সম্ভব হলেও বর্ষা মৌসুমে দৃশ্যপট হয়ে ওঠে ভিন্ন। সেতুর নিচ দিয়ে নৌকা চলাচল করার মতো কোন সুযোগ থাকেনা। ফলে বর্ষা মৌসুমে স্থানীয়দের মাঝে দুর্ভোগ আরো বেড়ে যায়।

    জানা যায়,প্রায় আড়াই কোটি টাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান র‍্যাব আরসি প্রাইভেট লিমিটেডের সাথে এলজিইডি কর্তৃপক্ষের ৫২ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণের চুক্তি হয়। সে অনুযায়ী ২০১৭ সালের ৫ ডিসেম্বর চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনাইনমরা নদীর উপর দিয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু সেতুর নির্মাণ কাজ ২০১৮ সালের ৪ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ২০২১ সালের নভেম্বরে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ