• Uncategorized

    আক্কেলপুর উপজেলার দেওড়া গ্ৰাম থেকে বিষ্ণুর মূর্তি উদ্ধার, পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করে র‍্যাব৫। 

      প্রতিনিধি ১১ নভেম্বর ২০২০ , ৯:৫৫:০৩ প্রিন্ট সংস্করণ

    এনামুল করীর এনাম-বদলগাছী উপজেলা প্রতিনিধিঃ

    নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার যাদুঘরে জয়পুরহাট জেলার আকেকলপুর উপজেলার দক্ষিণে ১৫কিলোমিটার দেওড়া গ্ৰামের ব্রজেন্দ্র নাথের বাড়ি থেকে ৩৮০কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি র‍্যাব ০৫ উদ্ধার করে গত ৮নভেম্বর বিকাল সাড়ে তিনটায়।

    জয়পুরহাট র‍্যাব ০৫ গত ০৯ নভেম্বর রাষ্ট্রের সস্পদ মর্মে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার যাদু ঘরের জন্য কাষ্টোডিয়ান মোঃ ফজলুল করিমের কাছে হস্তান্তর করেছেন র‍্যাব ০৫ ।

    জানা যায় আকেকল পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম হাবিল হাসান কে সঙ্গে নিয়ে কয়েক দিন আগে প্রত্মতত্ত্ব অধিদপ্তরের বগুড়া জেলার প্রত্মতত্ত্ব বগুড়া অফিস থেকে নাহিদ সুলতানা  উক্ত গ্ৰাম পরিদর্শন করেছিলেন বলে  জানা যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ