• সাহিত্যে

    “অহংকার” মোহাম্মদ সাইমুন ইসলাম

      প্রতিনিধি ১০ মার্চ ২০২২ , ১:০৪:১২ প্রিন্ট সংস্করণ

    অহংকার
    মোহাম্মদ সাইমুন ইসলাম

    কতো বড়ো বাড়ি ছিলো মোর
    ঐ দিঘির পাড়ে
    কোটি কুড়ি মহর ছিলো
    সোনায় বাঁধানো ঘরে।

    ঘরের পাশে যাহিবার কালে
    দেখে লইতাম শত
    টাকা কড়ি লইয়া অহংকারে
    লুটাইতাম কত।

    সেদিনু ছিপ হাতে মৎস ধরিতে
    বরশি ফালাইয়া দিঘিতে
    গুনিয়া লইলাম একবার
    আছে জমি কতো বিঘে।

    কোথা থেকে সর্প আসিয়া
    দংশিলো মোরে
    লুটাইলাম গরিব দুখীর
    চরন ফেলা ধুলিতে।

    রহিলো পরিয়া ভোগ বিলাসিতা
    রহিলো স্বর্ন অলংকার
    সাদা কাফনেতে মুড়িয়া মোরে
    মাটিতে দাফিলো অহংকার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ