• বিনোদন

    অসাম্প্রদায়িকতার সুন্দর প্রদর্শন হয়েছে রোহিত শেঠীর Suryavanshi তে।

      প্রতিনিধি ৯ নভেম্বর ২০২১ , ১০:২১:৪০ প্রিন্ট সংস্করণ

    আসিফ খন্দকার:

    রোহিত শেঠি পরিচালিত বহুল আলোচিত সিনেমা “Suryavanshi”। আমার কাছে ভালো লেগেছে।বলে রাখা ভালো বলিউডের মুভিতে হলিউড ধাঁচের একশন এক্সপেকটেশন রাখাটা অনুচিত। প্রত্যেকটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিজ জনপদের ভাবাদর্শের সাথে সামঞ্জস্যতা রেখে মুভি বানায়।রিলিজের পর থেকে অনেকে বলাবলি করছে মুভিতে নাকি মুসলিমদের নিচা দেখানো হয়েছে। তাদের অপমান করা হয়েছে। ভিলেন দেখানো হয়েছে।

    তবে এগুলো সম্পূর্ণ ভুল কথা।বরং এই মুভিটাতে মুসলিমদের ভালো দিকগুলোতে হাইলাইট করা হয়েছে। মুভিতে মুসলিমদের মোটেও খারাপ বলা হয়নি।এখানে ভিলেন দেখানো হয়েছে একটা নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠীকে যারা ১৯৯৩ বোম্ব ব্লাস্ট এবং তাজ বোম্বব্লাস্টে জড়িত ছিল।এখানে সাধারণ মুসলিমদের ভালো দেখানো হয়েছে। পুলিশে কর্মরত মুসলিমদের পাশাপাশি একটা বোম্ব ব্লাস্টের আগ মূহুর্তে যেভাবে মুসলমানরা হিন্দুদের সাহাযের জন্য এগিয়ে যায় এই দৃশ্যটা সত্যিই আমার হৃদয় স্পর্শ করেছে।মুসলিমরা যে পরোপকারী তা এখানে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

    এখানে বোঝানো হয়েছে সাধারণ মুসলিমরা পরোপকারী, দেশপ্রেমিক এবং ভালো মানুষ। তবে কিছু কিছু বিপথগামীদের কারণে তাদের নাম খারাপ হয়।রোহিত শেঠী যেভাবে একটা Policeverse গড়ে তুলেছে তা সত্যিই প্রশংসনীয়। মুভিতে AK এর অভিনয় এবং ক্যারেক্টার রিপ্রেজেন্ট ঠিক আছে।
    তবে রানবীর সিং অভিনীত Simba চরিত্রটিকে কে বেশি ফানি হিসেবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে অজয় দেবগণ অভিনীত Singham চরিত্রটিকে একটু বেশীই ওভারপাওয়ার্ড দেখানো হয়েছে।

    এছাড়া বাকিসব সিন এবং বাকি সবার অভিনয় সুন্দর হয়েছে।
    মুভিতে একটা ফোন কলের মাধ্যমে Singham 3 এর পূর্বাভাস দেয়া হয়েছে যা ভালো লেগেছে। আশাকরা যায় এই ৩ ক্যারেকটার সমন্বিত আরো মুভি সামনে পাওয়া যাবে।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ