• সাহিত্যে

    অসাধারণ সাহিত্যচর্চা লিটিল ম‍্যাগাজিনের হাত ধরে

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২২ , ৫:২১:০৪ প্রিন্ট সংস্করণ

    ০৯•১২•২০২২ থেকে ১১•১২•২০২২ নগরী রঞ্জিত হাজরা স্মৃতি সংঘ আয়োজনে করেছিল “নৈবেদ‍্য” নামক একটি অসাধারণ অনুষ্ঠান যাহা “ফকিরালয়” নামক অরিজিৎ হাজরার বাসভবনে। ছোট্ট জায়গায় এই রকম একটা অনুষ্ঠান করা যায় তাহা অরিজিৎ হাজরা এবং তাহার রঞ্জিত হাজরা স্মৃতি সংঘের সভ‍্যবৃন্দের কাছ থেকে শিখতে হবে।নৈবেদ‍্য অনুষ্ঠানে উপস্থিত ছিল অনেক গুনি মানুষ,স্বামী নিত‍্যব্রতানন্দ, বিশিষ্ট সংবাদিক, গবেষক,সম্পাদক সিদ্ধার্থ রায়,গোপাল ভট্টাচার্য সম্পাদক বেঙ্গলি ওয়েলফেয়ার সোসাইটি, আশিসরঞ্জন নাথ লেখক, সম্পাদক প্রবাহ পত্রিকা,তৎসহ উপস্থিত ছিলেন দেব কুমার দত্ত, সম্পাদক “একলব‍্য”।

    এই অনুষ্ঠানে “একলব‍্য-৫৬” পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ পায়। দুস্থদের মধ‍্যে বস্ত্র বিতরণ করা হয়, এছাড়াও কিছু গুনিজনকে সর্ম্বোধনা দেওয়া হয়, যাহারা সমাজের বিভিন্ন স্তরে লড়াই করে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে। সারা বছর ধরে এই রঞ্জিত হাজরা স্মৃতি সংঘ রক্তদান সহ সকল অনুষ্ঠানের আয়োজন করে থাকে।এই দিন আশিসরঞ্জন নাথ, লিটিল ম‍্যাগাজিন সমন্ধে, দেব কুমার দত্ত, লিটিল ম‍্যাগাজিন সমন্ধে, সিদ্ধার্থ রায়, নেতাজীর অর্ন্তধ‍‍্যান ও গুমনামি বাবাই যে নেতাজী সুভাষচন্দ্র বোস তাহার উপর প্রমাণ ও নথিপত্র সহ অসাধারণ বক্তব্য রাখেন,প্রদীপ কুমার দাস,তাহার ক্ষেত্র গবেষণার দ্বারা প্রাপ্ত বৈষ্ণব তীর্থ ময়নাডাল ও বৈষ্ণব সাহিত্যে লিটিল ম‍্যগাজিন কিভাবে গবেষকদের সাহায্য করে তাহার উপর আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠানটি অতি মনহর ও উচ্চমানের হয়। আগামীতে এই সংগঠনটি সামাজিক দায়িত্ব পালন করে তৎসহ এই সংগঠনটির প্রকাশিত পত্রিকা “”মৃত্তিকা”” লিটিল ম‍্যাগাজিন হিসাবে গবেষক সহ ভারতবাসীকে পথ দেখাবে।

    ,

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ