• সাহিত্যে

    অরণ্যের প্রেম কলমে-কণা মির্জা

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২২ , ৮:১১:৪৯ প্রিন্ট সংস্করণ

    অরণ্যের প্রেম
    কলমে-কণা মির্জা

    এই ভোরেই হোক দর্পিত কোন এক অজানাকে জানা,
    এই ভোরের শিশির মারানো পথে একসাথে হোক পথের প্রান্তীক চেনা,
    এই অরণ্যে আচ্ছাদিত দৃঢ় সংকল্প সঞ্চারিত মনে কবিতা হোক বোনা,
    আজ এই ভোরে রুপান্তর হোক নতুনের কল্পনা,
    আজ এই ভোরেই সোনালী অসুখ মেখে সূর্যকে যায় বলা,
    সার্থ নয় নিঃস্বার্থ ভালোবাসা,সুখে দুঃখে পাশে থাকা।

    অরণ্য ছাড়া অক্সিজেন ভীষণ অসহায়,
    অরণ্য ছাড়া ছায়া অসহায়,
    অরণ্য ছাড়া প্রকৃতি অসহায়,
    অরণ্য ছাড়া ঋতু রূপ অসহায়,
    অরণ্য ছাড়া বৈশাখ থেকে চৈত্র অসহায়,
    অরণ্য ছাড়া সমুদ্র ধ্বংস বিধ্বস্ত হয় সাইক্লোন।

    অরণ্য ছাড়া সুন্দর অসহায়,
    অরণ্যই সেই সুন্দর যার থেকে শুধুই নিঃশ্বাস নেওয়া যায়,
    পরম প্রশান্তি আসে সকল স্থিতিশীল সামষ্টিক পরিবেশে,
    অরণ্য সুন্দর থেকে অধিক সুন্দর করে গড়ে যুগ যুগে।
    অরণ্যেই জড়িয়ে রয় লাবণ্য লতা-।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ