• Uncategorized

    অনলাইন নিউজ পোর্টাল হচ্ছে সময়ের সেরা পাঠক প্রিয়-সাংবাদিক ও লেখকঃ শিহাব অাহম্মেদ 

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২০ , ৪:১৩:৫৭ প্রিন্ট সংস্করণ

    গনমাধ্যম নিউজ ডেক্সঃ

    দেশের চলমান অবস্থায় অনলাইন পোর্টালের ভূমিকা অপরিসীম, অনলাইন সাংবাদিকতা আসলে পাঠককে সময়ের সঙ্গে চলতে সাহায্য করে।

    যে কোনো সময়ে যে কোনো খবর অনলাইন পত্রিকা সবার আগে প্রকাশ করতে পারে। সে কারণে অনলাইন সাংবাদিকতা হচ্ছে সবচেয়ে আধুনিক এই সাংবাদিকতা চতুর্মাত্রিক।

    অনলাইন পত্রিকায় সাধারণত চারটি মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। লেখা, ছবি, অডিও এবং ভিডিও। অন্য কোনো সংবাদমাধ্যমে এই সুযোগ নেই বললেই চলে।

    সংবাদপত্রকে অনেকেই বলেন তাড়াতাড়ির সাহিত্য। অনলাইন সাংবাদিকতাকে সেক্ষেত্রে বলতে হবে অতি তাড়াতাড়ির সাহিত্য। কারণ এখানে প্রতিটি ঘন্টা,প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ।

    অনলাইন সাংবাদিকতায় সময় যেহেতু মূল বিবেচ্য বিষয়, সে কারণে অনলাইন সাংবাদিকদের চাপের মধ্যেই কাজ করতে হয়। যেকোন সংবাদ দ্রুততার সঙ্গে পাঠাতে হয়। পাশাপাশি অনলাইন পত্রিকার সুবিধা অনেক। ছাপা খরচ নেই। পত্রিকা বিলি করা বা পৌঁছে দেয়ার ঝক্কি নেই।

    ঘটনা ঘটার সাথে সাথেই খবরটি অনায়াসে পাঠককে জানিয়ে দেয়া যায়। তাৎক্ষণিকভাবে জানা যায় কোন নিউজটি কতজন দেখেছে। সহজেই জানা যায়, কোন স্থান থেকে, কোন দেশ থেকে কত পাঠক সেই মুহূর্তে ওই অনলাইনটি পোর্টালটি দেখছেন। কোন খবর পাঠক বেশি দেখছে বা পড়ছে  সেটাও সহজে জানতে পারে অনলাইন পত্রিকা।

    ফলে চাহিদা অনুযায়ী খবর দেয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সংশ্লিষ্টরা।  এছাড়া অনলাইন পত্রিকায় পাঠক সংবাদের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারেন। পাঠক ইচ্ছা করলে ওই সংবাদসংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে পারেন, ছবি, ভিডিও, অডিও শেয়ার করতে পারেন।

    এছাড়া অনলাইন পত্রিকায় খবরের যে কোনো ভুলভ্রান্তি সহজেই শুধরানো বা সংশোধনের সুযোগ থাকে অনায়াসে।

     

    সাংবাদিক ও লেখকঃ শিহাব অাহম্মেদ

    সম্পাদক ও প্রকাশক

    দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF)

    সাধারণ সম্পাদক

    পাবনা জেলা শাখা

    জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম(NJUF)

    কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য,

    বাংলাদেশ প্রজন্ম সাংবাদিক ফোরাম( BPSF)

    কেন্দ্রীয় সদস্য,

    দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম(DBOSF)

    এনভায়রনমেন্ট এওয়ারনেস এন্ড হিউম্যানিটি সোসাইটি (EA&HS)

     

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ