প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ১১:৩৭:৫০ প্রিন্ট সংস্করণ
❝কফিনে আমি❞
কবি-শিহাব আহম্মেদ
হটাৎ আমি মারা গেলে,
লাশ দেখতে আসবি?
নাকি মরার খবর শুনে,
খুব খুশিতে হাসবি?
কারো মৃত্যুতে খুশি হওয়ার
তো অনেকেই আছে?
আবার অনেকেরই যে
হৃদয়টাতে রক্তক্ষরন ঘটে।
কাঁদবে আমার আত্নীয়রা,
কাঁদবে ঘরের লোক,
তোর মুখে থাকবে হাঁসি
ভিজবে নাকি চোখ?
তখন তুই নিজের ঘরে,
হাসবি খুব হো হো করে,
হয়তোবা মন ভরে,
আনন্দতে ভাসবি।
হটাৎ আমি মারা গেলে
রঙবেরঙের কাঁপড় ছেড়ে
পড়বো সাদা কাফন
একটু পরে ঐ কবরে
করবে আমায় দাফন।
তখনও কি পাবে হাসি
ঝড়বে নাকি অশ্রু রাশি
বলবি না তুই ” ভালোবাসি”
নাকি কান্নাতেই ভাসবি?