• Uncategorized

  ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডউন ঘোষণা 

    প্রতিনিধি ৩ এপ্রিল ২০২১ , ১:৪১:৩৭ প্রিন্ট সংস্করণ

  করোনা ভাইরাস(কোভিড-১৯)সংক্রমন উদ্ভট জনক হারে বারার কারনে আগামি ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এই কথা বলে। তিনি বলেন এই লকডাউ চলাকালিন সময়  সকল সেবামুলক প্রতিষ্ঠান খোলা থাকবে। যদি করোনা পরিস্তি আরো অবনতি হয় তা হলে ঘষিত সাত দিন পর প্রয়োজন হলে আরো লকডাউন বাড়ানো হবে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ