• দুর্ঘটনা

    ৪০ বছর ধরে দোকানদারি করি, আগুনে পুইড়া আমার সব ছাই কইরা ফালাইছে

      প্রতিনিধি ৪ মে ২০২৩ , ৮:০৬:৫৬ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহমেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার মিঠাপুকুর পাড় ও টাউন স্কুল সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (৩ মে) সন্ধ্যা ৬টায় আগুনের সূত্রপাত ঘটে। পরে রাত ১০টার দিকে এটি নিয়ন্ত্রণে আসে। এতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ আশপাশের কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। এই অগ্নিকাণ্ডে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ মোট ছয়জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের আহত ফায়ার ফাইটার রাসেলকে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বাকিরা সবাই পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে আগুনের সূত্রপাত ও অগ্নিকাণ্ডের কারণ সহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    এ বিষয় জেলা প্রশাসক মো, শরীফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তদন্ত করে দেখবে কীভাবে আগুন লাগল। এছাড়া ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করা হবে। পরে সরকারিভাবে তাদের সহযোগিতার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ