• Uncategorized

    ১৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২১ , ৫:৪৪:০৩ প্রিন্ট সংস্করণ

    লালমনিহাট জেলা হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউপি এলাকায় দিবাকালীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার  অভিযান পরিচালনা কালে হাতীবান্ধা থানাধীন পাটিকাপাড়া ইউনিয়নের অন্তর্গত  উত্তর পারুলিয়া মৌজাস্থ পাটগ্রাম টু লালমনিরহাট গামী মহাসড়ক সংলগ্ন পারুলিয়া বাজারস্থ থেকে মোঃ বাদশা মিয়া @বাচ্চা (২৯), পিতা- মৃত ওসমান গনি সাং-পারুলিয়া,৩নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট এর ইলেকট্রনিক্স দোকানের ভিতর হইতে ১৮( আঠার) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সংক্রােন্ত হাতীবান্ধা থানার মামলা হয়  উদ্ধারকারী অফিসার এসআই ( নিঃ)/মোঃ ইব্রাহীম খলিল,এসআই সফিকুল ইসলাম, এএসআই মোঃ আঃ লতিফ, এএসআই মামুন আকন্দ ও সঙ্গীয় ফোর্স ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ