• রাজশাহী বিভাগ

    ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস শ্রদ্ধা নিবেদন করেন বিএমএসএস পাবনা জেলার সাংবাদিক বৃন্দ

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২২ , ৩:২৬:৩৪ প্রিন্ট সংস্করণ

    আসাদুজ্জামান বিকাশ:

    ১৬ ডিসেম্বর ২০২২খ্রি: শুক্রবার সকাল ৮টায় মহান বিজয় দিবসে বিএমএসএস রাজশাহী বিভাগ ও বিএমএসএস পাবনা জেলার গণমাধ্যম কর্মীর এর নেতৃত্বে কাশীনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রা করে শহীদমিনার স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিএমএসএস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিয়াম শিকদার বিএমএসএস রাজশাহী বিভাগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকাশ সকল গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে এই দিনটি বিশেষভাবে পালিত হয়।

    নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে দিবসটি পালিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বাংলাদেশর সকল নাগরিক, কর্মকর্তা- কর্মচারীগণ ও গণমাধ্যম কর্মীদের নিজ জেলার স্মৃতি স্তম্ভে/শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা উচিত। উক্ত আনন্দ শোভাযাত্রা উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পাবনা জেলার সদস্য গণমাধ্যম কর্মীগন এড: সিপন, মো: আব্দুল জব্বার, মো:সম্রাট ও মো: নিলয় পারভেজ প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ