• Uncategorized

  ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

    প্রতিনিধি ১৫ আগস্ট ২০২০ , ৯:৩৫:০২ প্রিন্ট সংস্করণ

  শেখ রুবেল আহমেদ:

  আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূঁর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

  মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। সুজানগর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা-২ এর সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির । এসময় আরো উপিস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল ওহাব,সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো; শাহীনুজ্জামান শাহীন,প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাষ্টার,সুজানগর পৌর আওয়ামী লীগ,সুজানগর উপজেলা যুবলীগ,সুজানগর উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী সহযোগীঅঙ্গ সংগঠন এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবিন্দু নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ