• আমার দেশ

    হেফাজত ইসলাম কে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করতে বলেছেন ফয়জুল করীম

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২৪ , ৯:৩৩:২৮ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ মাহফুজুর রহমান-সুবর্ণচর নোয়াখালী প্রতিনিধি:

    আসলে ব্যাপারটা হলো হেফাজত ইসলাম ২০১৩ সালে বাংলাদেশে পপুলার হয়! ৫ ই মে যেখানে শত শত মানুষ শহীদ হয়েছিল শুধুমাত্র নবী প্রেমের কারণে! মূলত তারা একটি অরাজনৈতিক দল যাদের রূপরেখা ছিল ইসলামের বিরুদ্ধে এবং আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধেই গর্জে উঠবে মাঠে ময়দানে! এটা ছিল তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য! কিন্ত এক পর্যায়ে তারা জাতির আস্থা হারাতে শুরু করে ২০১৮ সালে যখন কওমীর সনদ নেওয়ার জন্য শেখ হাসিনার সাথে বৈঠক করে! সেদিন থেকেই আস্তে আস্তে তারা ইসলাম প্রিয় মানুষের কাছ থেকে দূরে সরে যায়! আমি বলবো না তার পিছনে কার কি রকম হাত ছিল কিন্ত সেই শোকরানা মাহফিল’ই তাদের সব কিছু ধংশ করে দেয়!

    তারা ২০১৮ সালে শোকরানা মাহফিল করলে সেখানে আওমীলীগ এক নেতা বলেন শাপলা চত্বরে কোন মানুষ শহীদ হয়নি! কিন্ত সেদিন এই কথার প্রতিবাদ কেউ করতে পারে নি! এমন কি ২০১৩ সাল থেকে আজও পর্যন্ত সেই শহীদ ভাইদের তালিকা করতে ব্যর্থ হয় হেফাজত ইসলাম! যা আজও তারা সঠিক তালিকা করতে পারে নি এটা ছিল তাদের চরম ব্যর্থ’তা!

    যাইহোক! ২০১৮ সাল থেকে তারা জাতির সামনে হাসির পাত্র হিসাবেই ব্যাবহার হয়ে আসছে! বিশেষ করে যখন আল্লামা আহমদ শফী রহঃ দুনিয়া ত্যাগ করে তখন থেকেই টাল মাটাল ভাবে চলে আসছে হেফাজত! কখনো কখনো রাষ্ট্রে সংস্কারের দাবী আবার কখনও কখনও হেফাজতের আমেলায় রাজনৈতিক নেতা দায়িত্বে রাখা! তারা অরাজনৈতিক দল হিসাবে ঘোষণা করলেও তারা বেশিরভাগ সময়েই রাজনৈতিক সভা সমাবেশ করে আসছে! আসলে অরাজনৈতিক হলে তাদের সভা সমাবেশ বা প্রোগ্রাম গুলো তেমনই হওয়া উচিত! কিন্ত তারা বেশিরভাগ সময়ই রাজনৈতিক ব্যানারে হাজির হতেন!

    কখনও কখনও মুজিবুল হক মাইসভান্ডারীর কাছে আবার কখনও কখনও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে! এভাবেই তারা কখনও কখনও রাজনৈতিক সভা সমাবেশ আবার কখনও কখনও অরাজনৈতিক!তাই মুফতি ফয়জুল করীম বলেছেন আসলে আপনারা রাজনৈতিক দল নাকি অরাজনৈতিক সেটা বোঝা বড় দায় তাই আসা করবো আপনারা হয় রাজনৈতিক দল ঘোষণা করুন না হয় অরাজনৈতিক হিসাবেই এই দলকে ব্যবহার করুন! কিন্ত দুইটা মিলে একটা হয় না! তাই তিনি আহ্বান জানান রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করুন!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ