প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৪:৫৫:৪৯ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ- হিসেবের খাতা
লেখকঃ শিহাব আহম্মেদ
হে পথিক বন্ধু আমার কেমন আছ তুমি?
সকাল সন্ধ্যা কোন ধান্দায় ছুটে চলছো?
জীবন তো কেটেই গেল অযত্নে অবহেলায়!
রং বাজারের বেচাকেনা কী শেষ হলো?
কী পেলে বন্ধু তুমি এই জীবন সংসার থেকে
পথ হারাতে হারাতে হিসেব মেলাতে বসলে?
জীবন খাতায় শুন্য ছাড়া আর কী পেলে বল
শেষের বন্ধু আল্লাহ ছাড়া তুমি আর কী পেলে?