• Uncategorized

  হিজলায় ঝরের প্রভাবে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি

    প্রতিনিধি ১৫ জুন ২০২৩ , ১০:১১:২৬ প্রিন্ট সংস্করণ

  Exif_JPEG_420

  আঃ কাদের কারিমী বরিশাল জেলা প্রতিনিধি 

  বরিশাল জেলার হিজলা উপজেলা ঝরের তান্ডবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ১৫ জুন বৃহস্পতিবার সকাল ৭ টার সময় ঝর আসলে হিজলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

  তার মধ্যে উল্লেখ যোগ্য হলো হিজলা সরকারি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি একটি অ্যাম্বুলেন্সের উপর গাছ পরে সেটা ভেঙে যায়।এবং এক জায়গা দিয়ে কতটুকু দেয়াল ও ভেঙে যায়।

  এ ছাড়া ও হিজলা উপজেলার খুন্না বাজারের মাছ বাজারের টল ঘরের চালের উপর একটি গাছ পড়লে সে চালটিও দুমড়ে মুচড়ে যায়।এছাড়া ও হিজলা উপজেলার বিভিন্ন স্থানে গাছ পালা পরা সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ