• Uncategorized

  হারানো সুর-লেখকঃ শিহাব আহম্মেদ

    প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৮:৫৬:৩৪ প্রিন্ট সংস্করণ

  কবিতাঃ- হারানো সুর……
  লেখকঃ শিহাব আহম্মেদ

  কতদিন হয় তাকে ভালোবাসি না
  তাঁর শরীরের গন্ধে আকুল হইনা!
  কতদিন হয় মুক্ত আকাশ দেখিনা
  তাঁর স্পর্শে প্রাণভরে শ্বাস নেইনা!

  কতদিন হয় আমি তাকে ভাবিনা
  দর্পণে নিজেকে নিয়ে মুগ্ধ হইনা!
  শিশির ভেঁজা ঘাসে খাঁলি হাটিনা
  ব্যাকুল সুরে কখনো বিমুগ্ধ হইনা!

  কতদিন হয় তাকে নিয়ে গান গাইনা
  হাসনাহেনার গন্ধেও ব্যাকুল হইনা!
  মুগ্ধতা নিয়ে আর জ্যোৎস্না দেখিনা
  তারাভরা রাতে আর উৎসাহ পাইনা!

  কতদিন হয় তাঁর মুচকিহাঁসি দেখিনা
  উচ্ছ্বাসে আর বৃষ্টি-বিলাসে মাতিনা!
  মায়াবীরাতে তাকে নিয়ে স্বপ্ন দেখিনা
  বুকভরা প্রেম নিয়ে তাকে ভাবিনা!

  আজ কতদিন হয় রাত কাটে তো
  চোখের কোনে কখনো ঘুম হাসেনা!
  নক্ষত্রের খসেপড়া ঝিলিক দেখিনা
  মায়াবী মুখের সুরেলা ডাক শুনিনা!

  আজ কতদিন হয় আমি আমার নাই
  তোমাতে হারাতে গিয়ে ভালোবাসিনা!
  নিজেকে আমি তো আর ভালোবাসিনা
  সত্য আমি কিন্তু আমায় ভালোবাসিনা।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ