• Uncategorized

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনার সময়েও থেমে থাকেনি বিয়ে

      প্রতিনিধি ৪ জুলাই ২০২০ , ৪:০৩:০২ প্রিন্ট সংস্করণ

    এইচ অার রুবেলঃ

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনা সময়েও বিয়ের ধুম পড়েছে। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য সরকার জনসমাগম নিষিদ্ধ করেছে। সীমিত পরিসরে অফিস, আদালত, দোকানপাট খোলা থাকছে। স্বাভাবিক সময়ে বিয়ে ঘরোয়া পরিবেশে বা কমিউনিটি সেন্টারে আয়োজন করে হোক, ব্যাপক পরিসরে দাওয়াত দিয়ে বরভাত ও বউভাত করা হয়। এবার করোনার কারণে তেমন লোকসমাগম করা না হলেও থেমে নেই চুপিসারে বিয়ে।

    দেখা গেছে, শায়েস্তাগঞ্জে করোনার এই সময়ে বিয়ের ঘটনা বেশি ঘটছে। তবে এখনকার বিয়েগুলো ভিন্নরকম। প্রশাসনের নজর এড়িয়ে বিয়ে করার জন্য নেই বিয়ের গাড়িতে সাজসজ্জা। বর বিয়ে করতে যাচ্ছেন বিয়ের পোশাক বা শেরওয়ানী ছাড়াই।

    শায়েস্তাগঞ্জ উপজেলার বেশ কিছু জায়গায় খোঁজ নিয়ে দেখা যায়, সকাল ৬টায় বরপক্ষ কনের বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন। এক-দুই ঘন্টা সেখানে অবস্থান করে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে বউ নিয়ে ফিরে যাচ্ছেন। এই করোনাকালে বিয়ে বেশ ঝুঁকিপুর্ণ হলেও বরপক্ষ ও কনেপক্ষ সবাই বেশ খুশি। কারণ এখনকার বিয়েতে আগের তুলনায় খরচপাতি অনেক কম। তাই এই কঠিন সময়কে কাজে লাগিয়ে উপযুক্ত চুপিসারে বিয়ে দিয়ে নিজের দ্বায়বদ্ধতা সারছেন অভিবাবকরা।

    এ ব্যাপারে হবিগঞ্জ কাজী সমিতির সভাপতি ও শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজী আব্দুল জলিল বলেন, নির্দিষ্ট করে কতগুলো বিয়ে হয়েছে বলতে পারব না। সর্বপরিসরে যতগুলো বিয়ে হয় সেগুলোতে আমি যাই।

    এই সংকটকালে বিয়ে করার ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, জেলা প্রশাসন থেকে সর্বাধিক ২৫ জন লোকসমাগম করে বিয়ে করানো যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে।

    এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, বিয়ের ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা আছে কি-না আমার জানা নেই। কাউকে না জানিয়ে ঝুঁকি নিয়ে বিয়ে করানো হলে আমাদের কী করার আছে? তবে অনুষ্ঠান করে কোথাও বিয়ে করানোর খবর পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ