প্রতিনিধি ২ জুলাই ২০২০ , ৯:২৩:২৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে কবরস্থানের সীমানা পিলার নিয়ে ভাতিজার মারপিটে চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ঘটিকার সময় উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া (৬৪) হাজী আব্দুল হাকিমের ছেলে।
এলাককাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কবরস্থানের সীমানায় পিলার দিতে গেলে তার ভাই সাজু মিয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষই কমবেশি আহত হয়। এসময় ভাতিজা মিজান ও রমজান পিছন থেকে জিতু মিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্বজনরা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চত করে চুনারুঘাট থানার ওসি নাজমুল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।