• Uncategorized

    হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন লায়ন্স ক্লাব অব লালমনিরহাট।

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ৭:১৮:২৫ প্রিন্ট সংস্করণ

    হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন লায়ন্স ক্লাব অব লালমনিরহাট লালমনিরহাটের হাতীবান্ধায় লায়ন্স ক্লাব অব লালমনিরহাট হাতিবন্ধা গার্ডেন এর পক্ষ থেকে দুই শতাধিক কম্বল বিতরণ করলেন অসহায় হত দরিদ্র মানুষদের। শনিবার (১৬ জানুয়ারি) কম্বল বিতরণ করেন দুপুরে পাই প্রি-ক্যাডেট এ্যান্ড কিন্ডার গার্ডেন মাঠে‌। এ সময় প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করেন । ও তার সাথে অসহায় নারী বৃদ্ধ-বৃদ্ধাকে ডায়াবেটিস টেস্ট করানো হয়।

    লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ গার্ডেনের প্রতিষ্ঠাতা অভিভাবক লায়ন হাবীবা হাসান ও লায়ন এম এ হাসানের অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিজিওন চেয়ারপারসন হেড কোয়ার্টার কো-অর্ডিনেটর নর্থ বেঙ্গল এরিয়ার এল এন কামরুল হাসান।

    কম্বল বিতরণে আরও উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব রংপুর মহানগরের সভাপতি এল এন মৃদুল রহমান, লায়ন্স ক্লাব অব হাতীবান্ধা গার্ডেনের সভাপতি রওশন হাবিব খান মানিক, সাধারণ সম্পাদক আরিফুর জামান পাভেল, ডায়রেক্টর তবারক হোসেন, ইঞ্জিনিয়ার শাহাদাত ফেরদৌস কিঞ্জল, ট্রেজারার মাহবুব মোরসেদ ও ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ