প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৪:৫০:৪১ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ- হটাৎ দেখা
লেখকঃ শিহাব আহম্মেদ
তাকে দেখলেই বুকের উষ্ণতা হানা দেয়–
পথচলার চঞ্চলতা কেনো হটাৎ থমকে যায়?
পারফিউমের মিষ্টি গন্ধে মাতাল হাওয়া বহে,
কেনো যেনো ভুলে যাই সেতো আমার নহে!
তাকে দেখলেই পুরনো কথাগুলো মনে পড়ে
হারানো দিনগুলোতে সুখস্মৃতি উঁকিঝুঁকি মারে,
কেনো যেনো বুকের ভিতর মোচড় দিয়ে উঠে,
মনের ভিতর ঝড়তুফানে হু হু করে কী যে ঘটে!
তাকে দেখলেই কেনো যে হাত-পা অবশ হয়?
দিনটি সেদিন কেটে যায় কোন সে ভাবনায়!
মন ভরেনা নজর পড়েনা চাঁদের জ্যোৎস্নায়,
গাঢ় নিশ্বাসে বড় বড় দীর্ঘশ্বাসে কী যন্ত্রণা হয়?
তাকে দেখলেই কেনো যেনো এলোমেলো হয়?
আমার আমিতে অতীতের ভূতের আছর ভয়!
একদিন পাশে থাকা মানুষটি সহজেই পর হয়,
বেদনার নীল পাহাড়ে কান্নার ঢেউ ধীরে ক্ষয়।