প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২১ , ১২:৪৯:১৪ প্রিন্ট সংস্করণ
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ৭৫ বছরপূর্তি অনুষ্টান বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা সম্পন্ন:
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা বাংলাদেশ তথা পশ্চিম সিলেটের একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান।দেশ বিদেশের বিভিন্ন প্রান্হে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার আলিম-উলামা সৃষ্টিকারী এ মাদরাসা আগামী ২০২৩ সালে পূর্ণ করতে যাচ্ছে সফলতার ৭৫ বছর।
শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ:) এর স্মৃতি বিজড়িত ও প্রথিতযশা আলিমে দ্বীন হযরত মাওলানা গোলাম হুসাইন সৎপুরী (রহ:) কর্তৃক ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসা আগামী ২০২৩ সালে উদযাপন করতে যাচ্ছে ৭৫ বছরপূর্তি অনুষ্ঠান “প্লাটিনাম জুবিলী”। তাই আগত অনুষ্টান বাস্তববায়নের লক্ষ্যে সাবেক বিশিষ্ট ছাত্রবৃন্দের সাথে মতবিনিময় সভা ও লগো উন্মোচন করা হয়েছে।
রবিবার ১৭ জানুয়ারি সকাল ১১ ঘটিকার সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর দারুল হাদিস কামিল মাদরসা কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্টিত হয়।
অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান এর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ ও প্রভাসক মাওলানা আব্দুস বাসিত এর যৌথ পরিচালনায় শুরুতেই পবিত্র মহা গ্রন্হ আল কোরআন থেকে তিলাওয়াত করেন সহক্বারী মৌলভী মাওলানা মো: মিছবাহ উদ্দিন।
মতবিনিময় সভায় সাবেক বিশিষ্ট কৃতি ছাত্রদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব ও কামাল বাজার ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একেএম মনোওয়ার আলী, বুরাইয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ফেন্জুগন্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার।
এসময় উপস্হিত ছিলেন অত্র মাদরাসার গভর্নিংবডির সহ সভাপতি মাষ্টার রইছ উদ্দিন, অত্র মাদরাসার প্রধান মুহাদ্দিস ছালেহ আহমদ, সহ কারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মুনির উদ্দিন, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, শাহজালাল ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ্য মাওলানা আজিজ আহমদ, এলহাবাদ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের মো: হুসাইন, আক্তাপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মইনুল হক, আমরিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মো: ইব্রাহীম, সোনাতলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম আলী, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার বাংলা প্রভাষক আলীনুর হোসেন বিপ্লব , ইংরেজী প্রভাষক বিলাল আহমদ, সিনিয়র শিক্ষক মওলানা ছাদিকুর রহমান,ইব প্রধান মাওলানা আবুল ফয়েজ মো.আব্দুল্লাহ (পীর সাহেব), হবিবপুর ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা আব্দুল করিম ফারুকী, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা আলী আসগর খাঁন, সুনামগন্জ দ্বীনি আলিম মাদরাসার প্রভাষক মাওলানা আবু তাহির মো.খালেদ, বুরাইয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা আব্দুর রব, লালা বাজার আলিম মাদরাসার প্রভাষক মাওলানা আলী আকবর, কুরুয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আক্তার আলী, এলহাবাদ আলিম মাদরাসার প্রভাষক মাওলানা হরমুজ আলী, অত্র মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজ ছয়ফুল আলম, গোবিন্দ গন্জ ফজলিয়া ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা আব্দুল আজিজ, কালারুকা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, গাবুরগাঁও দাখিল মাদ্রসার সুপার মাওলানা কামরুজ্জামান, নরসিংপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান, টিবিগেইট মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সৈয়দ কুতুবুল আলম, চান্দুশাহ দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা মো: খসরুজ্জামান, চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রসার সহ সুপার মাওলানা কাজী আব্দুল মুকিত, সাহেবের বাজার দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রউফ।
আরো উপস্হিত ছিলেন সাবেক কৃতি ছাত্র ও বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাওলানা আকতার হোসাইন জাহেদ, লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ফয়েজ আহমদ, দশপাইকা আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফারুক আহমদ, ইকড়ছই ফাযিল মাদ্রসার শিক্ষক মাওলানা আজমল হোসাইন জামি, ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা শফিকুর রহমান সিরাজী, রসুল গন্জ আলিম মাদ্রসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল হক, অত্র মাদরাসার শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, মাওলানা ফয়জুল হক, সাংবাদিক মাওলানা ফারুক আহমদ, মাওলানা কবি তাজ উদ্দিন আহমদ তাজুদ,একলিম নগর ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা বদরুল ইসলাম, হুসাইনিয়া ছাত্র সংসদের জিএস আলমগীর মাহমুদসহ, মিডিয়া কর্মী, গভর্নিংবডির সদস্যবৃন্দ, সাবেক কৃতি ছাত্রবৃন্দ।
উল্লেখ্য: ২০২৩ সালে অনুষ্টিতব্য ৭৫ বছরপূর্তি (প্লাটিনাম জুবিলী) অনুষ্টান বাস্তববায়নের লক্ষ্যে কমিটি গঠন ও লগো উন্মোচন করা হয়।