প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৫:৩১:৪৬ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ স্মারক মার্চ
লেখকঃ শিহাব অাহম্মেদ
গর্বের মার্চ বিষাদের মার্চ,
আগুন ঝরা ফাগুন শেষে চৈত্রের মার্চ।
এই মার্চেই বাঙালীর স্বপ্নের শুরু,
এই মার্চেই মায়ের বুক দুরুদুরু।
মার্চে আসে অধিবেশন বন্ধের আদেশ,
মুহুর্তে গর্জে ওঠে দেশ।
বীর বাঙালী অস্ত্র ধর,
বাংলাদেশ স্বাধীন কর।
অধিকারহীন মানুষের পাওয়া অধিকার,
চায়না দিতে বর্বর পাকি হানাদার।
লাঞ্চিত বঞ্চিতেরা নাহি মানে হার,
৭ই মার্চে আসে ডাক, ঘর ছাড়িবার।
মুক্তি পাগল দল, যেন পঙ্গপাল,
সম্ভ্রম লুটিছো মায়ের বোনের। দেখ হাল!
বিজয় অর্জন বীনে বীর ফিরেনি ঘরে,
মার্চ হোক স্মারক মাস পাওয়া অধিকারে।