• Uncategorized

    স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে ১৮নং ওয়ার্ড পিস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ১২:০১:১৭ প্রিন্ট সংস্করণ

     

     

    নুরুজ্জামান-বটিয়াঘাটা উপজেলা:

    খুলনা সিটি কর্পোরেশনের অন্তর্গত ১৮নং ওয়ার্ড পিস ক্লাবের সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২০ইং শনিবার বিকাল ৪:৩০মিনিট নবপল্লী কমিউনিটি সেন্টারে বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে পিস কনসোর্টিয়াম এর সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    রূপান্তর কর্মী মাহমুদা জাহান নিরা’র সঞ্চালনায় এবং ওয়ার্ড পিস ক্লাবের সভাপতি শেখ মসফিকুর হাসান অভির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জনাব হাফিজুর রহমান মনি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনছার আলী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শফিকুল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব মোঃ ইসমাইল হোসেন, মাকসুদা আক্তার, আসমা খানম, সেলিমা খাতুন, রেহেনা পারভীন, মাহমুদা আক্তার মায়া, সুফিয়া বেগম, সাবেরা সুলতানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

    পিস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিপু মল্লিক, রহিমা ইসলাম, সানিছা ইসলাম, আঁখি আক্তার, আহনাফ আবিদ, আহসান হাবিব, রবিউল ইসলাম, শাহানা শারমিন, শাহেদা আক্তার, জাহিদুল ইসলাম, নাঈম ইসলাম প্রমুখ।

    স্থানীয় জনপ্রতিনিধি ও পিস ক্লাব সদস্যরা সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা সহ উগ্রপন্থা প্রতিরোধে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছে। এলাকা থেকে উগ্রপন্থা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা দূর করতে জনপ্রতিনিধিবৃন্দ ও পিস ক্লাব সদস্যরা একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা পিস ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ